মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন ভারানে নিজেই।
ইনস্টাগ্রাম পোস্টে ভারানে লিখেছেন, আমাদের সুন্দর দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। প্রতিবার যখন আমি বিশেষ নীল জার্সিটি পরেছি, সব সময়ই গর্ববোধ করেছি। বিষয়টি নিয়ে আমি কয়েক মাস ধরে ভেবেছি। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার এটিই সঠিক সময়।২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি। রাফায়েল ভারানে খেলেছেন ২০২২ কাতার বিশ্বকাপেও। ফ্রান্স জাতীয় দলের হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন রাফায়েল ভারানে। দেশের হয়ে জিতেছেন ২০২০-২১ উয়েফা নেশন্স লিগ ট্রফি।