Sunday, March 26, 2023
Top Newsনির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোর্টকে নিশানা রিজিজুর 

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোর্টকে নিশানা রিজিজুর 

বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন উত্থাপনের পর এবার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টকে নিশানা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। শনিবার রিজিজু বলেছেন,  দেশের সংবিধানে সরকার, আইনসভা এবং বিচারবিভাগের ক্ষমতার সুনির্দিষ্ট লক্ষ্মণরেখা স্থির করে দিয়েছে।
তা লঙ্ঘন করা যায় না। প্রসঙ্গত, গত ২ মার্চ সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছিল, কেন্দ্রীয় সরকারের বদলে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং লোকসভার বৃহত্তম বিরোধী দলের নেতাকে নিয়ে তৈরি কমিটি। শীর্ষ আদালতের ওই রায়ের প্রসঙ্গ তুলে রিজিজু বলেন, সংবিধানে নির্বাচন কমিশনার নিয়োগের কথা বলা আছে। সংসদকে আইন করতে হবে। সেই অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগ কমিটি গড়ে নির্বাচন কমিশনার নিয়োগের কোনও কমিটি সংসদ এখনও পাশ করায়নি, সে কথাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মেয়াদ ২০২৫ পর্যন্ত। তাঁর নজরদারিতেই ২০২৪-এর লোকসভা নির্বাচন হওয়ার কথা।

More News

সমস্ত নিয়োগ খারিজ হবে, এসএসসিকে হুঁশিয়ারি কোর্টের

0
প্রয়োজনে সমস্ত নিয়োগ খারিজ করে দেওয়া হবে বলে এসএসসিকে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশের...

প্রাথমিকে সিবিআই-ইডি যৌথ তদন্ত, নির্দেশ কোর্টের 

0
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই-ইডি যৌথ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৪-র টেটের ভিত্তিতে ২০২০-র...

মেথরদের জন্য কি ভাবনা? রিপোর্ট তলব কোর্টের 

0
সমাজে যারা ময়লা পরিষ্কার করে তাদের জন্য কতটা ভেবেছে কেন্দ্র ? এই ব্যাপারে এবার কেন্দ্রকে...