Thursday, November 30, 2023
Sports৫০০ ছাড়ালেন রোনাল্ডো 

৫০০ ছাড়ালেন রোনাল্ডো 

আল নাসেরের হয়ে চতুর্থ ম্যাচে দারুণভাবে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একটি নয়, দুটি নয়,করেছেন চার চারটি গোল।

 

তাতে ক্যারিয়ারে আরও এক মাইলফলক স্পর্শ করলেন ফরোয়ার্ড রোনাল্ডো।প্রথম ফুটবলার হিসেবে ঘরোয়া লিগ ফুটবলের ৫০০ গোল করার ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।বর্তমানে লিগে তার গোলসংখ্যা ৫০৩। ৪৯৭ গোল করে তালিকায় তার ঠিক পরেই আছেন লিওনেল মেসি।কিং আব্দুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোনাল্ডো ছাড়া আল নাসেরের আর কেউই স্কোরশিটে নাম লেখাতে পারেননি।ফলে আল ওয়েদাকে ৪-০ গোলেই হারায় আল নাসের। একপেশে ম্যাচে রোনাল্ডো প্রথম গোলটি করেন ২১ মিনিটে।এক প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে বাঁ পায়ের আড়াআড়ি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর মাধ্যমেই ছুঁয়ে ফেলেন লিগে ৫০০ গোলের মাইলফলক।  ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। বিরতির পর ৫৩ মিনিটে স্পটকিক থেকে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ পেয়ে যান। সবমিলিয়ে ক্যারিয়ারে তার হ্যাটট্রিক সংখ্যা ৬১টি। যার মধ্যে বয়স ৩০ পূরণের পরই করেছেন ৩১টি। ৬১ মিনিটে চতুর্থ গোলের জন্য গোলমুখ বরাবর শট নেন রোনাল্ডো। প্রথমে গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানায় বল পাঠান ৩৮ বছর বয়সি ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

More News

প্লে-অফে উঠতে পারল না মায়ামি

0
এবার আর হলো না,ইনজুরি কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও জয় পেল না ইন্টার মায়ামি। সিনসিনাটির কাছে...

চোটে নেই মেসি, ছন্দে নেই মায়ামি

0
চোটের কারণে মাঠের বাইরে লিওনেল মেসি। যেকারণে মাঠের খেলায় আর্জেন্টাইন তারকার অভাব ভালোই টের পাচ্ছে...

রোনাল্ডোর গোল, জিতেছে আল নাসর

0
এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় আল নাসর। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে সৌদির ক্লাবটি।   ঘরের মাঠে...