Wednesday, September 27, 2023
খেলাসৌদির ক্লাবে খেলেই অবসরে নয় রোনাল্ডোর

সৌদির ক্লাবে খেলেই অবসরে নয় রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করার পরেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এই ক্লাবে খেলেই অবসর নেবেন পর্তুগিজ তারকা? তার জবাব দিলেন রোনাল্ডো।

নতুন ক্লাবের জার্সি পরে সমর্থকদের সামনে আত্মপ্রকাশের পরেই একেবারে আরবি ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, এশিয়ায় খেলতে এসেছেন মানেই তাঁর কেরিয়ার শেষ নয়।ইউরোপের বেশ কিছু ক্লাবের প্রস্তাব ফিরিয়ে আল নাসেরে সই করেছেন তিনি। কারণ, তিনি চেয়েছিলেন সৌদির ক্লাবে খেলতে।নতুন ক্লাবের হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেছেন, অনেকে অনেক পরামর্শ দেয়।কিন্তু তারা ফুটবলের কিচ্ছু বোঝে না।এখন ফুটবল অনেক বদলে গিয়েছে।বিশ্বকাপেই সেটা দেখা গেছে।বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র সৌদি আরব হারিয়েছে।দক্ষিণ কোরিয়া, মরক্কোও সেটা দেখিয়েছে।এখন কোনও দলকে হারানো সহজ নয়। ফুটবলের বিবর্তন হয়েছে। তাই রোনাল্ডো সৌদির ক্লাবে খেলতে চেয়েছিলেন। এখানকার ফুটবলের জন্য কিছু করতে চেয়েছিলেন। সেই কারণেই আল নাসেরে সই করেছেন।স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে আল নাসেরে সই করলেও এটাই তাঁর শেষ ক্লাব নয় বলে জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, এটা তাঁর কেরিয়ারের শেষ নয়। একটা বদল চেয়েছিলেন। সত্যি বলতে, কে কী বলছে তাতে কিছু যায় আসে না। নিজে সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডো।

More News

অবসরে বিশ্বজয়ী ডি মারিয়া

0
দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা।  একই সঙ্গে পূর্ণতা পেয়েছে লিওনেল মেসির ক্যারিয়ার। আর আর্জেন্টাইনদের...

বলিভিয়ার বিপক্ষে খেলতে লা পাজে মেসিরা

0
২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বলিভিয়ার রাজধানী লা পাজে পৌঁছেছে আর্জেন্টিনা।ইনজুরির কথা...

আরও এক ডি’অর জয়ের কাছে মেসি

0
লিওনেল মেসি,ক্যারিয়ারে ৮ম বারের মতো ব্যালন পাওয়ার দৌড়ে আছেন।ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকায় এসেছে তার নাম।   তার...