ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করার পরেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এই ক্লাবে খেলেই অবসর নেবেন পর্তুগিজ তারকা? তার জবাব দিলেন রোনাল্ডো।
নতুন ক্লাবের জার্সি পরে সমর্থকদের সামনে আত্মপ্রকাশের পরেই একেবারে আরবি ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, এশিয়ায় খেলতে এসেছেন মানেই তাঁর কেরিয়ার শেষ নয়।ইউরোপের বেশ কিছু ক্লাবের প্রস্তাব ফিরিয়ে আল নাসেরে সই করেছেন তিনি। কারণ, তিনি চেয়েছিলেন সৌদির ক্লাবে খেলতে।নতুন ক্লাবের হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেছেন, অনেকে অনেক পরামর্শ দেয়।কিন্তু তারা ফুটবলের কিচ্ছু বোঝে না।এখন ফুটবল অনেক বদলে গিয়েছে।বিশ্বকাপেই সেটা দেখা গেছে।বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র সৌদি আরব হারিয়েছে।দক্ষিণ কোরিয়া, মরক্কোও সেটা দেখিয়েছে।এখন কোনও দলকে হারানো সহজ নয়। ফুটবলের বিবর্তন হয়েছে। তাই রোনাল্ডো সৌদির ক্লাবে খেলতে চেয়েছিলেন। এখানকার ফুটবলের জন্য কিছু করতে চেয়েছিলেন। সেই কারণেই আল নাসেরে সই করেছেন।স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে আল নাসেরে সই করলেও এটাই তাঁর শেষ ক্লাব নয় বলে জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, এটা তাঁর কেরিয়ারের শেষ নয়। একটা বদল চেয়েছিলেন। সত্যি বলতে, কে কী বলছে তাতে কিছু যায় আসে না। নিজে সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডো।