Monday, September 25, 2023
Sportsআল রাইদের বিপক্ষে জয় রোনাল্ডোদের

আল রাইদের বিপক্ষে জয় রোনাল্ডোদের

সৌদি লিগে আল রাইদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। গোলের দেখা পেয়েছেন দলের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সাদিও মানে।

 

অন্য গোলটি করেছেন অ্যান্ডারসন তালিসকা।ম্যাচে আল নাসর প্রথম গোল পায় ৪৫ মিনিটে। ডি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে বল গোলে জড়ান সেনেগাল তারকা মানে। এর দু’ মিনিট পর মানেকে বক্সের বাইরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আল রাইদের বান্দের হোয়াইশি।দশজনের দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে আল নাসরের। ডি বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তালিসকা। একের পর এক শট আর ফ্রি কিকে হতাশ হওয়া রোনাল্ডো গোল পান ৭৮ মিনিটে,বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে।ম্যাচের অতিরিক্ত সময়েও একবার বল গোলে পাঠান রোনাল্ডো।তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়।এর আগে পেনাল্টি থেকে আল রাইদের হয়ে এক গোল শোধ দেন মোহাম্মদ ফুজাইর।এটি লিগে আল নাসরের ৬ ম্যাচে চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান ৫ নম্বরে।

More News

অপরিচিত খেলায় রোনাল্ডোর ৫৮ কোটি

0
ফুটবলকে তো অনেক কিছুই দিয়েছেন।ফুটবল ইতিহাসে তাঁর নামটা লেখা হয় শুরুর দিকেই।   এবার ,প্যাডেল নামে অন্য এক খেলায় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো অবদান রাখতে চলেছেন। সেটা অবশ্য...

রোনাল্ডোর নৈপুণ্যে আল নাসরের জয়

0
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নৈপুণ্যে আল নাসর জয় পেয়েছে বড় ব্যবধানে।সৌদি প্রো লিগে আল শাবাবকে...

মারাদোনা -রোনাল্ডোকেও ছাড়িয়ে গেলেন মার্টিনেজ

0
ইতালিয়ান সিরি এ লিগে সহজ জয় পেয়েছে ইন্টার মিলান। ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার।   ক্যালিয়ারির বিপক্ষে গোল...