Monday, March 27, 2023
বিনোদনগোল্ডেন গ্লোবে আরআরআর 

গোল্ডেন গ্লোবে আরআরআর 

এসএস রাজামৌলি পরিচালিত,আরআরআর,ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা পেয়েছে। মার্চে ছবিটি মুক্তি পায়।

বর্তমানে ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এরইমধ্যে সুখবর,ছবিটি দুটি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ সম্মাননা গোল্ডেন গ্লোবের আসরে মনোনয়ন পেয়েছে।মুক্তির পর ছবিটির নাটু নাটু গানটি ঝড় তুলেছিল চলচ্চিত্রপ্রেমীদের মনে।সেরা মৌলিক গান ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছে,নাটু নাটু।এই গানে নাচতে দেখা গেছে ছবির দুই শিল্পী রাম চরণ ও জুনিয়র এনটিআরকে।সেরা মৌলিক গানই শুধু নয়,বিদেশি ভাষার মানে ইংরেজি নয়,সেরা ছবি ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত,আরআরআর।রাম চরণ ও এনটিআর ছাড়াও আরআআর ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শ্রিয়া সরণ ও অজয় দেবগণ।ছবির কাহিনী লিখেছেন রাজামৌলির বাবা, বি. বিজেন্দ্র প্রসাদ।

More News

কোহলির বায়োপিকে রাম চরণ?

0
২০২২ সালে মুক্তি পেয়েছিল ছবি,আরআরআর। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ছবির সাফল্যের...

জগন রেড্ডিকে আদনান সামির আক্রমণ

0
দক্ষিণী সিনেমা আরআরআর ভারতকে অস্কার এনে দিয়েছে। আপাতত এই নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেরা মৌলিক গান...

টপ গান’পেছনে,জিতল আরআরআর

0
এস এস রাজামৌলির মহাকাব্যিক চলচ্চিত্র আরআরআর,একের পর এক চমক দেখিয়েছে।ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয়...