পাকিস্তানের মতো রাশিয়াকেও সন্ত্রাসের মদতদাতা দেশ বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। তাদের দাবি, যেভাবে রাশিয়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইউক্রেনের হাসপাতাল, পারমাণবিক ও বিদ্যুৎ কেন্দ্র, স্কুল এবং শেল্টারগুলিতে হামলা চালিয়েছে তা জঙ্গি হামলারই শামিল।
বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে এই নিয়ে ভোটাভুটি হয়েছে। দেখা গিয়েছে অধিকাংশ ভোটই পড়েছে রাশিয়াকে সন্ত্রাসের মদতদাতা দেশ বলার পক্ষে। তবে এই পদক্ষেপ আসলে প্রতীকী। এর ফলে রাশিয়ার উপরে কোনও রকম আইনি নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে না। এরপরেই রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, তাঁর প্রস্তাব ইউরোপীয় পার্লামেন্টকে মূর্খতায় মদতকারী দেশ হিসেবে আখ্যা দেওয়া হোক। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াকে অবশ্যই সবস্তরে সমস্ত কিছু থেকে বাদ দিয়ে দেওয়া উচিত।