Wednesday, May 31, 2023
আন্তর্জাতিক সংবাদআদালতে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি রাশিয়ার

আদালতে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি রাশিয়ার

রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ আদালত,আইসিসি-কে হামলার হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় এই হুমকি দিয়েছেন তিনি।

 

মেদভেদেভ এক বিবৃতিতে বলেছেন, সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে,সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান। এটি চিন্তা করা সম্ভব যে সাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনে আঘাত করেছে।মেদভেদেভ অভিযোগ করেছেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনবে।তিনি আরো বলেছেন, এটা আইনের নীতির এবং ভিত্তির ধস। এখন কেউ আর আন্তর্জাতিক সংস্থায় যাবে না। সবাই নিজেদের মধ্যে আলোচনা করবে। রাষ্ট্রসংঘ এবং অন্যান্য কাঠামোর নেওয়া সব বোকামী সিদ্ধান্তগুলো শুরুতেই ভেঙে পড়বে।আন্তর্জাতিক সম্পর্কের পুরো ব্যবস্থায় অন্ধকারাচ্ছন্ন পতন আসছে। এটা থেকে বিশ্বাস উঠে গেছে।এর আগে আইসিসি বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে গেছেন।তবে জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ ব্যাপারে বলেছেন, রাশিয়া রোম সংবিধির আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানার জন্য বাধ্য নয়।

More News

মৃতদেহ সাজিয়ে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, গ্রেফতার ৩

0
মৃতদেহ সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে শববাহী কফিনের মধ্যে অভিনব কায়দায় মাদক পাচারের ঘটনায় এক মহিলা ও...

গয়নার লোভে ৫ বছরের শিশু কন্যাকে খুন, গ্রেফতার ১ 

0
গয়নার লোভে পাঁচ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন ও দেহ ঘরেই লুকিয়ে রাখার অভিযোগে চাঞ্চল্য...

কাটোয়ায় এসটিএফের জালে গুলি-বন্দুক-সহ ধৃত ৩

0
পঞ্চায়েতের আগে এবার কাটোয়ায় উদ্ধার হল প্রচুর পরিমানে বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি। পাশাপাশি বেঙ্গল এসটিএফের জালে...