ব্রিটেনের দাবি, দেশটির সরকারী, রাজনৈতিক, শিক্ষা বিষয়ক, প্রতিরক্ষা, সাংবাদিকতা ও সামাজিক খাতের বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে রাশিয়া ভিত্তিক এক হ্যাকার দল।হ্যাকার দলটির নাম,কোল্ড রিভার।
বিষয়টি প্রকাশ পেয়েছে ক দিন আগে।এক পরামর্শপত্রে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র অংশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বলেছে, নিজের শিকার নিয়ে গবেষণার পাশাপাশি বিভিন্ন জাল ইমেল ঠিকানা ও সামাজিক মাধ্যম প্রোফাইল ব্যবহার করে তার আশপাশের লোকজনের ছদ্মবেশ ধারণ করে হ্যাকার দলটি।নিজের ও শিকারের মধ্যে সম্পর্ক তৈরির উদ্দেশ্যে আক্রমণকারী প্রায়ই প্রোফাইলে কিছু সাদৃশ্য রাখে।উল্লেখ রয়েছে পরামর্শপত্রে।এনসিএসসি’র দাবি সম্পর্কে মতামত জানতে লন্ডন ও ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কেউ সাড়া দেয়নি। তবে,পরামর্শপত্রে এই ডিজিটাল আক্রমণের পেছনে সরাসরি রাশিয়ার সরকারকে দায়ীও করা হয়নি।পরামর্শপত্র অনুসারে, শিকার ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরির পর তাকে বিভিন্ন ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করে কোল্ড রিভারের হ্যাকাররা।এই ফাঁদে পা দিলে কৌশলে তার সকল লগইন তথ্য চলে যায় হ্যাকার দল নিয়ন্ত্রিত এক ওয়েবসাইটে।এইসব হাতিয়ে নেওয়া তথ্যের মাধ্যমে হ্যাকাররা শিকার ব্যক্তির ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে।পরবর্তীতে, ভুক্তভোগীর ইনবক্স থেকে তারা বিভিন্ন ইমেইল ও অন্যান্য তথ্য চুরি করে।কোল্ড রিভার নামের হ্যাকার দলটি ক্যালিস্টো ও সিবোর্গিয়াম নামেও পরিচিত। গত গ্রীষ্মে আমেরিকার তিনটি পারমাণবিক গবেষণাগার ও মে মাসে প্রাক্তন ব্রিটিশ গোয়েন্দা কর্তা রিচার্ড ডিয়ারলাভের গোপন ইমেল বার্তা ফাঁস করে দেয় হ্যাকার দলটি।