সাগরদিঘি উপনির্বাচনে ধাক্কা খেতেই জেলা নেতত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের উপনির্বাচনে সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে তণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রায় ২৩ হাজার ভোটে হেরে গিয়েছেন।
এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে যাতে কোনও প্রভাব না পড়ে সেই চেষ্টাই শুরু করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা বৈঠকের জন্য দলনেত্রী তাই মুর্শিদাবাদ জেলাকেই বেছে নিয়েছেন। এর আগে শুক্রবার কালীঘাটে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সাগরদিঘিতে হারের কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন তণমূল নেত্রী। এজন্য বেশকিছু সাংগঠনিক রদবদলও করা হয়েছে ।