গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে ইডি-র কোনও বাধা থাকল না।
এর আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আসানসোল আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেখানে তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্টে যায় ইডি। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লিতে নিয়ে গিয়ে জেরা সংক্রান্ত আবেদন বাতিল হয়ে যায়। এরপরেই দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সোমবার আদালত নির্দেশ দিয়েছিল, সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে তারা। কিন্তু মঙ্গলবার দিল্লি হাইকোর্ট রউস আদালতের এই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। বৃহস্পতিবার অবশ্য দিল্লি হাইকোর্টই জানায়, গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। তারপরেই দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান সায়গল হোসেন।