আর্থিক তছরুপের অভিযোগে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিন আগে আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ।
এবার হেফাজতে থাকাকালীনই তৃণমূল মুখপাত্রকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে একত্রিত করা লক্ষাধিক টাকার তহবিল সাকেত গোখলে অপব্যবহার করেছেন। মঙ্গলবারই গুজরাট হাইকোর্ট সাকেত গোখলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। আর এরমধ্যে ইডি ফের গ্রেফতার করেছে তাঁকে।এই নিয়ে চারবার একাধিক মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের জাতীয় মুখপাত্রকে। এর আগে একাধিকবার জামিনও পেয়েছেন তৃণমূল মুখপাত্র। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বারবার টার্গেট করা হচ্ছে সাকেত গোখলেকে।