গুজরাটে বিজেপির জয়ের দিনই জামিন পেয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। টুইট করে তাঁর জামিনের কথা জানিয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
তিনি টুইট করে জানিয়েছেন, ভাল লড়াইয়ের জন্য তাঁরা সব সময় প্রস্তুত। চলতি সপ্তাহের মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভুয়ো খবর রটানোর অভিযোগ তৃণমূল মুখপাত্রকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। পুলিশের অভিযোগ ছিল মোরবী সেতু দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী যখন পরিদর্শণে গিয়েছিলেন তখন প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছিল। নিজের কথা প্রমাণ দিতে তিনি সমাজ মাধ্যমে ভুয়ো নথিও দেখিয়েছিলেন বলে অভিযোগ করেছে গুজরাট পুলিশ। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো ১ ডিসেম্বর জানিয়েছে, কোনও আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে এ ধরনের কোনও জবাব দেওয়া হয়নি। এর পরই গ্রেফতার করা হয় তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে। তার গ্রেফতারির পর সরব হয়েছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাকেত গোখলের গ্রেফতারিকে প্রতিহিংসা বলেছিলেন।