Wednesday, February 21, 2024
বিনোদনদীপাবলিতে টাইগার থ্রি

দীপাবলিতে টাইগার থ্রি

বলিউড ভাইজান সালমান খান,অবশেষে বহুল প্রতীক্ষিত সিনেমা টাইগার থ্রি-র মুক্তির তারিখ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন এই বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। এই দীপাবলিতে,টাইগার থ্রি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার আশা ব্যক্ত প্রকাশ করেছেন সালমান।

দুবাইতে এক পুরষ্কার অনুষ্ঠানের ফাঁকে সালমান বলেছেন, টাইগারের শুটিং শেষ করেছেন। এখন দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন, ইনশাআল্লাহ।এটি খুব ব্যস্ত শুটিং ছিল, যদিও এটি ভাল ছিল।উল্লেখ্য,মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় আবার অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফের সাথে পুনরায় মিলিত হবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমাটির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হচ্ছে ইমরান হাশমির।এছাড়া শাহরুখ খানকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।অন্যদিকে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কবির খান পরিচালিত ,এক থা টাইগার-এ অভিনয় করেছিলেন ক্যাটরিনা এবং সালমান খান। সেই বছরের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে একটি ছিল,এক থা টাইগার। এরপর আলি আব্বাস জাফর পরিচালিত দ্বিতীয় সিনেমা,টাইগার জিন্দা হ্যায় মুক্তি পায় ২০১৭ সালে।সিনেমাটি বক্স অফিসে অনেক রেকর্ড ভেঙে দিয়ে ব্লকবাস্টার হয়।এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে, যার নাম ,টাইগার থ্রি। ঘনিষ্ঠ সূত্র মতে, এটিই এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে যাচ্ছে। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনো বক্তব্য জানান নি।

More News

সলমনের ফার্মহাউজে অনুপ্রবেশের চেষ্টা, ধৃত ২

0
সলমন খানের পানভেল ফার্মহাউজে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার...

২৫ বছর পর জুটিতে করণ-সালমান

0
বলিউডের ভাইজান সালমান খানের জন্মদিনে যেমন উচ্ছ্বসিত ফ্যান ফলোয়াররা, তেমনি তাঁর জন্মদিনের পার্টিতে আনন্দে মেতেছেন...

শহরে সলমন, যোগ কলকাতা চলচ্চিত্র উৎসবে  

0
২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে শহরে পৌঁছলেন বলি তারকা সলমন খান। মঙ্গলবার সকাল...