Tuesday, April 23, 2024
বিনোদনআগামী ঈদে সালমানের ছবি 

আগামী ঈদে সালমানের ছবি 

কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান।আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে।

ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই।ফরহাদ সামঝি পরিচালিত এ ছবিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ও জগপতি বাবু। উল্লেখ্য,এ বছর সালমানের কোনো ছবিই মুক্তি পায়নি। তবে চিরঞ্জীবী অভিনীত তেলেগু ভাষার গডফাদার ছবিতে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি বেদ- এও অতিথি চরিত্রে দেখা দেবেন তিনি।জানুয়ারিতে শাহরুখ খানের পাঠান ছবিতেও অতিথি চরিত্রে দেখা মিলতে পারে সালমানের। কিসি কা ভাই কিসি কি জান ছবির পাশাপাশি ২০২৩ সালে ‌টাইগার থ্রি’ও মুক্তি পেতে পারে।এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ।

More News

শাহজাহানের ভাই-শিবুকে গ্রেফতার করল ইডি

0
সিবিআই গ্রেফতারের পর সন্দেশখালিকাণ্ডে এ বার ইডি গ্রেফতার করেছে শাহজাহান শেখের ভাই আলমগির,শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা এবং দিদারবক্স মোল্লাকে। রবিবার ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে ইডি আধিকারিকেরা। যে হেতু তিন জনকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই, তাই নিয়ম অনুযায়ী তাঁদের শোন অ্যারেস্ট হিসাবে দেখায় ইডি।এর আগে ১১ এপ্রিল ওই তিন জনকে আদালতে হাজির করানোর পর নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি...

অসুস্থ হতে আম-মিষ্টি খাচ্ছেন কেজরিওয়াল : ইডি  

0
তিহাড় জেলে অসুস্থ হওয়ার জন্য ডায়াবেটিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম-মিষ্টি খাচ্ছেন। আদালতে এমনটাই জানিয়েছে...

সলমনের বাড়িতে গুলি, আটক তৃতীয় অভিযুক্ত 

0
সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার হরিয়ানা থেকে তৃতীয় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের...