Monday, March 27, 2023
বিনোদনআগামী ঈদে সালমানের ছবি 

আগামী ঈদে সালমানের ছবি 

কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান।আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে।

ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই।ফরহাদ সামঝি পরিচালিত এ ছবিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ও জগপতি বাবু। উল্লেখ্য,এ বছর সালমানের কোনো ছবিই মুক্তি পায়নি। তবে চিরঞ্জীবী অভিনীত তেলেগু ভাষার গডফাদার ছবিতে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি বেদ- এও অতিথি চরিত্রে দেখা দেবেন তিনি।জানুয়ারিতে শাহরুখ খানের পাঠান ছবিতেও অতিথি চরিত্রে দেখা মিলতে পারে সালমানের। কিসি কা ভাই কিসি কি জান ছবির পাশাপাশি ২০২৩ সালে ‌টাইগার থ্রি’ও মুক্তি পেতে পারে।এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ।

More News

সালমানকে আবারও হুমকি

0
ভাইজান সালমান খান গতবছর জুনের পর ফের হুমকি পেয়েছেন।এই হুমকির পর রাতারাতি বাড়ানো হয়েছে তার...

সালমানের মুখোমুখি জিৎ 

0
বাংলার সুপারস্টার জিৎ ইতিহাস গড়তে চলেছেন। আগামী ঈদে অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের...

সিউড়ি থানার আইসিকে তলব ইডি – র

0
আসানসোল জেলের সুপারের পর এবার সিউড়ি থানার আইসি-কে দিল্লিতে তলব করেছে ইডি। শনিবারই দিল্লিতে ইডির...