দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাজবাদী পার্টির বিক্ষোভে উত্তাল লখনউ। সোমবার সকালে সুপ্রিমো অখিলেশ যাদবের নেতৃত্বে বিধান ভবন অভিযান শুরু করেন সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা।
কিন্তু তাদেরকে মাঝপথেই আটকাতে দেয় উত্তরপ্রদেশ পুলিশ।এরপরে তারা সেখানেই ধর্নায় বসে পড়েন। কিছুক্ষণ পর অবশ্য তাঁরা দলীয় কার্যালয়ে ফায়ার যান। পুলিশের জয়েন্ট কমিশনার পীযূষ মোরদিয়া বলেছেন, যানজট এড়াতে মিছিলকে অন্য রাস্তা দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্ত তাঁরা কথা শোনেননি। ফলে তাদেরকে মিছিল আটকাতে হয়েছে। বিজেপির শাসনকালে রাজ্যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে প্রতিবাদে পথে নেমেছিল অখিলেশ যাদবের দল।সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেছেন, প্রতিশোধস্পৃহা নিয়ে উত্তরপ্রদেশে বিজেপি সরকার চালাচ্ছে।গণতন্ত্রের বিপরীতে, বিজেপি ঘৃণার রাজনীতি করছে।