আরিয়ান-কাণ্ডে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মলদ্বীপ এবং দুবাইয়ে তোলা আদায়ের অভিযোগ তুলেছেন এনসিপি-র নেতা নবাব মালিক। এর পরই নবাব মালিকের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এনসিবি।
সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ছবিগুলি মলদ্বীপ এবং দুবাইয়ের বলে দাবি করে তিনি অভিযোগ করেছেন,অতিমারির সময়ে এই সমস্ত জায়গায় আরও অনেক তারকার সঙ্গে হাজির ছিলেন সমীর ওয়াংখেড়। তিনি যে তোলাবাজি করেছিলেন, তার স্বপক্ষে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। এনসিপি নেতার এই অভিযোগের পরই প্রকাশ্যে সমস্ত অভিযোগ অস্বীকার করেন সমীর ওয়াংখেড়ে। অভিযোগ অস্বীকার করে বলেছেন, মন্ত্রী সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছেন। তিনি মলদ্বীপে গিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। আর তিনি কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়েই গিয়েছিলেন। সেখানে আর কারও সঙ্গে তিনি দেখা করেননি এবং এই বিষয়ে আর কোনও ব্যাখ্যাও দিতে তিনি রাজি নন। তবে যে সময়ে তাঁর বিরুদ্ধে দুবাইয়ে থাকার অভিযোগ উঠেছে, ডিসেম্বরের ওই সময়ে তিনি মুম্বইয়ে ছিলেন। প্রয়োজনে তদন্ত করেও দেখা হোক।