Wednesday, September 27, 2023
বিনোদনশাহরুখে মুগ্ধ সানিয়া মালহোত্রা

শাহরুখে মুগ্ধ সানিয়া মালহোত্রা

অভিনেত্রী সানিয়া মালহোত্রা অভিষেক ছবিতেই বাজিমাত করেছিলেন। আমির খানের দঙ্গল ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

এই ছবির সফলতার কাহিনি কারও অজানা নয়। এবার আরেক খান শাহরুখের ছবি জওয়ান-এ অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা।শাহরুখ খানের সঙ্গে অভিনয় নিয়ে এক সাক্ষাৎকারে কিছু কথা জানিয়েছেন সানিয়া। অ্যাটলি পরিচালিত জওয়ান ছবিতে এক চিকিৎসকের চরিত্রে দেখা গেছে সানিয়াকে। শাহরুখের সঙ্গে একই পর্দায় আসতে পেরে বেজায় খুশি তিনি।অভিনেত্রী কিং খানের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে বলেছেন,জওয়ান ছবির শুটিংয়ের কিছু সময় নার্ভাস ছিলেন।বিশেষ করে শাহরুখ-র সঙ্গে তাঁর যখন দৃশ্য ছিল। কিন্তু শাহরুখ সবাইকে খুব সহজ করে দিয়েছিলেন।সেটে সুপারস্টার শাহরুখ খান উপস্থিত ছিলেন না,ছিলেন আজাদ বা বিক্রম রাঠোর যা সিনেমায় শাহরুখের চরিত্রের নাম।তিনি যেটাই করেন, সেটাই দুর্দান্ত। শাহরুখ অত্যন্ত বিনয়ী। তাই নার্ভাস থাকা সত্ত্বেও সানিয়ারা সবাই তাঁদের চরিত্রের মধ্যেই ছিলেন। শাহরুখের সঙ্গে নাচ করা সানিয়া মালহোত্রার অনেক বড় স্বপ্নপূরণ।সেটে শাহরুখ প্রাণশক্তিতে ভরপুর থাকতেন।চেন্নাইয়ের অত গরমের মধ্যেও তাঁকে সেটে কখনো বসে থাকতে দেখা যায় নি।জওয়ান-এর সাফল্যে আপ্লুত সানিয়া বলেছেন তাঁদের মেয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। গ্রুপের নাম ,গুড টু গো চিফ। এই গ্রুপে জওয়ান ছবিসংক্রান্ত সবকিছু ভাগ করে নেন। ছবির সব সফলতার কথা ভাগ করে নেন।দঙ্গল-এর সফলতার প্রসঙ্গে সানিয়া বলেছেন, দঙ্গল যখন মুক্তি পেয়েছিল, তখন তিনি একদম নতুন। এই ছবির সাফল্যে তখন নিশ্চয় আপ্লুত হয়েছিলেন। কিন্তু তখন ছবির সফলতা উপভোগ করার জন্য মানসিকভাবে অতটা পরিপক্ব ছিলেন না। কিন্তু অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবার সাত বছর পূর্ণ করতে চলেছেন। তাই এখন জওয়ান ছবির সফলতা পুরোপুরি উপভোগ করতে পারছেন। এই ছবির অংশ হতে পেরে সত্যি রোমাঞ্চিত।এদিকে,আমির, শাহরুখের পর ভবিষ্যতে কোন কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান সানিয়া, তা তিনি সাক্ষাৎকারে ফাঁস করেছেন। অভিনেত্রী বলেছেন, ইচ্ছের তালিকাটা অনেক বড়। টাবুর সঙ্গে কাজ চান,আর শহীদ কাপুরের সঙ্গে কোনো নাচের ছবিতে কাজ করতে ইচ্ছুক। ভিকি কৌশলের সঙ্গে আবার কাজ করতে চান, ভিকি অভিনেতা হিসেবে অসাধারণ। রাজকুমার রাওয়ের সঙ্গে আগে কাজ করেছেন। আবার তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক অভিনেত্রী সানিয়া মালহোত্রা।

More News

অ্যাটলির ওপর ক্ষিপ্ত নয়নতারা

0
এই মুহূর্তে জওয়ান ঝড়ে কাবু ভারত। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে আলোচনার...

জওয়ান : ইব্রাহিম কাদরির কদর বেড়েছে

0
বলিউড বাদশাহ শাহরুখ খান,চার বছর পর প্রত্যাবর্তন করে আবারও বলিউডের সিংহাসন দখলে নিয়েছেন। বছরের সবচেয়ে...

মোদীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ শাহরুখের 

0
জন্মদিনে প্রধানমন্ত্রীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ দিয়েছেন শাহরুখ খান। ৭৩ তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র...