পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সংসদে সরব হয়েছেন বিজেপি লকেট চট্টোপাধ্যায়। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেছেন।
বলেছেন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের একাধিক যোজনা ও প্রকল্প গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে গিয়ে তার পরিবর্তন হয়ে যায়। কেন্দ্রের যা স্বচ্ছ ভারত অভিযান তা পশ্চিমবঙ্গে নির্মল বাংলা হয়ে যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে যায় বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় রকমের দুর্নীতি হচ্ছে রাজ্যে। তারা চাইছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে দুর্নীতি হচ্ছে তার তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। যে প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে তা সকলের ঘরে ঘরে পৌঁছে যাওয়া উচিত। এক্ষেত্রে কোনও রাজনীতি কাম্য নয়।