সৌদি আরবের লিগ নিয়ে বিশ্ববাসীর এত দিন তেমন কোনো আগ্রহই ছিল না। কিন্তু পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল নাসরে যোগ দেওয়ার পর বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে সৌদি আরবের ফুটবল লিগ।
নিয়মিতই শিরোনাম হচ্ছে। রোনাল্ডোর বিশ্বাস, ভবিষ্যতে বিশ্বের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সৌদি পেশাদার লিগও উঠে আসবে।এ পর্যন্ত বিশ্বের তিনটি সেরা লিগে খেলা হয়ে গেছে রোনাল্ডোর। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইতালিয়ান সিরি-আ লিগে খেলেছেন জুভেন্টাসের হয়ে। এরপর জানুয়ারিতে রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। দাবি, ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনাল্ডোকে কিনেছে সৌদি ক্লাবটি। এখন ৩৮ বছর বয়সী রোনাল্ডো বলেছেন, সৌদি লিগের মান প্রতিদিনই বাড়ছে।সৌদির স্থানীয় একটি চ্যানেলে তিনি বলেছেন,তাঁরা এখনই যথেষ্ট ভালো খেলছেন, সৌদি লিগ প্রতিদিনই উন্নতি করছে। এমনকি আগামী বছর এটি আরো ভালো হবে বলেই বিশ্বাস। যেভাবে অগ্রসর হচ্ছে তাতে বলাই যায় ভবিষ্যতে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগ জায়গা করে নেবে।তবে এ জন্য সময়, খেলোয়াড় ও পরিকাঠামোর প্রয়োজন। সৌদি আরবের যথেষ্ট সম্ভাবনা আছে। এদিকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে টেনে সৌদি লিগ যথেষ্ট আলোকিত হয়েছে।পুরো বিশ্বের চোখ এখন এই লিগের দিকে। এ মাসের শুরুতে দাবি করা হয়েছে, রিয়াদের ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে দলে টানতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।