Friday, June 2, 2023
Top Newsভারত জোড়ো যাত্রার পোস্টারে সাভারকার, কটাক্ষ বিজেপির 

ভারত জোড়ো যাত্রার পোস্টারে সাভারকার, কটাক্ষ বিজেপির 

ভারত জোড়ো যাত্রার পোস্টারে বীর সাভারকারের ছবিকে ঘিরে বিজেপির কটাক্ষের মুখে পড়েছে কংগ্রেস। ভারত জোড়ো যাত্রায় এই মুহূর্তে কেরলে রয়েছেন রাহুল গান্ধী।

সেই যাত্রাকে স্বাগত জানাতেই যাত্রাপথকে হোর্ডিং দিয়ে সাজাচ্ছে স্থানীয় কংগ্রেস। এর কর্মসূচি পূরণের লক্ষেই কোচির আলুভা-তে রাস্তার ধরে লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। সেই হোর্ডিং-এই দেখা গিয়েছে রামমোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদদের পাশাপাশি বীর সাভারকারের ছবি। এই পোস্টার প্রকাশ্যে আসার পরই আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছেন, দেরী হলেও রাহুল গান্ধীর অবশেষে বোধোদয় হয়েছে। অন্যদিকে বিজেপির মুখপাত্র শেহনাজ পুনেওয়ালা বলেছেন, রাহুল গান্ধী যতই চেষ্টা করুক সত্যি ও ইতিহাস সামনে চলেই আসে। সাভারকার বীর ছিলেন। উল্লেখ্য, বীর সাভারকারকে  দেশদ্রোহী, ব্রিটিশদের অনুগত, মহাত্মা গান্ধীর হত্যার অভিযুক্ত বলে বার বার দায়ী করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল একাধিক বার সাভারকরের প্রসঙ্গ তুলে সঙ্ঘ পরিবারের হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনা করেছেন। কিন্তু ভারত জোড়ো যাত্রার হোডিংএ তাঁর ছবি রীতিমত অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে। কংগ্রেসের তরফে, স্বাধীনতা সংগ্রামী ও মণীষীদের ছবি ব্যবহার করে যে প্রিন্টার হোর্ডিংটি বানিয়েছে তাঁকে দায়ী করা হয়েছে। পাশাপাশি, মহাত্মা গান্ধীর ছবি দিয়ে  সাভারকরের মুখ ঢেকে দেওয়া হয়েছে। 

More News

ভারতকে ধাক্কা দিয়ে সরানো যাবে না : রাহুল

0
গত এক দশক ধরেই ভারত-চিন সম্পর্কের পরিস্থিতি কঠিন। ভারতকে ধাক্কা দিয়ে সরানো যাবে না। ক্যালিফর্নিযার...

ফোনে আড়ি পাতা হচ্ছে, মোদীকে কটাক্ষ রাহুলের 

0
হ্যালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। এভাবেই কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস নেতা...

রাহুলের সভায় খলিস্তানিপন্থীদের বিক্ষোভ 

0
আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভের অভিযোগ উঠেছে খলিস্তানিপন্থীদের বিরুদ্ধে।বুধবার সান্টা ক্লারায় মহব্বত কি দুকান নামে  অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন...