Wednesday, September 27, 2023
Top Newsমুড়ি-মুড়কির মতো দুর্নীতি : অভিজিৎ

মুড়ি-মুড়কির মতো দুর্নীতি : অভিজিৎ

রাজ্যে স্কুলে নিয়োগের ক্ষেত্রে মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন, মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি-মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে। শুধু তা-ই নয়, ভবিষ্যতেও দুর্নীতির বিরুদ্ধে তাঁকে কঠোরতম, এমনকি অভাবিত পদক্ষেপ করতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।কারণ হিসেবে বিচারপতি বলেছেন, এত দুর্নীতি জীবনেও কল্পনা করতে পারি না। এই নিয়োগে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ যে ভাবে কোর্টে পরস্পরবিরোধী বক্তব্য পেশ করেছিল, তা থেকেই যে দুর্নীতির বিষয়টি সামনে এসেছিল, তা-ও স্পষ্ট জানিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, তদন্তে সিবিআইয়ের ঢিলেঢালা গতিতেও মাঝেমধ্যে বিরক্ত বোধ করেছেন তিনি। তবে তাঁর আশা, শেষ পর্যন্ত দোষীরা ধরা পড়বেন এবং সাজা পাবেন।

More News

দিনভর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যে 

0
শনিবার সকাল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা সঙ্গে অবিরাম ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।...

সমবায় দুর্নীতিতে ইডি-সিবিআই বহাল ডিভিশন বেঞ্চেও 

0
আলিপুরদুয়ার সমবায়ে ৫০ কোটি টাকা দুর্নীতি মামলায় তদন্ত কত দূর? ১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে...

যাদবপুর পরিদর্শনে ডেপুটি মেয়র, বাদানুবাদ রেজিস্টারের সঙ্গে

0
কলকাতা-সহ রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি উদ্বগের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করেছেন কলকাতার ডেপুটি মেয়র...