Home বিনোদন লাল সিং চাড্ডার স্ক্রিনিং 

লাল সিং চাড্ডার স্ক্রিনিং 

0
17

দেশ জুড়ে বিতর্কের মাঝেই লাল সিং চাড্ডার ভালোবাসার গান রিলিজ করেছে। নাম তেরে হাওয়ালে।

আমির-করিনার প্রেমের রসায়নকে সুরে বেঁধেছেন অরিজিৎ সিং ও শিল্পা। এ গানের সুরে একটা মাটির টান লুকিয়ে রয়েছে, এমনটাই বলছেন নেটিজেনরা। এদিকে, লাল সিং চাড্ডা মুক্তি পেতে আর মাত্র ৩ দিন বাকি। আগামী ১১ অগস্ট রিলিজ করবে আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা। এরই মধ্যে, ফের মুম্বইতে ছবির বিশেষ স্ক্রিনিং-র আয়োজন করেছিলেন নির্মাতারা। এদিনের স্ক্রিনিংয়ে এসেছিলেন আমির খান, রণদীপ হুডা সহ একঝাঁক তারকা। হাজির ছিলেন অতুল কুলকার্নি, শেখর সুমন, মনীশ পল, শরদ কেলকার, রাজপাল যাদবরাও। প্রসঙ্গত, অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডা ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন নাগা চৈতন্য। ছবিতে তাঁকে আমির খানের বন্ধু বালার চরিত্রে দেখা যাবে।

NO COMMENTS