Monday, September 25, 2023
Scienceগেমারদের জন্য সি অব স্টারস

গেমারদের জন্য সি অব স্টারস

জাপানি আরপিজি গেমগুলো প্রায় সব গেমারের কাছেই সমাদৃত। ফাইনাল ফ্যান্টাসি বা আর্থবাউন্ড সেই সময় ভিডিও গেম কেমন হতে পারে তার ধারণাই বদলে দিয়েছিল।

 

বলা যায় সেসব গেমের নস্টালজিয়াকে কেন্দ্র করেই নির্মাতা স্যাবোটাজ স্টুডিও প্রকাশ করেছে গেম-সি অব স্টারস।যাঁরা ক্রনো ট্রিগার খেলেছেন তাঁদের কাছে গেমটির গ্রাফিকস, মিউজিকের স্টাইল এবং গেমের কাহিনি ও কম্ব্যাট অনেকটাই পরিচিত লাগবে।বলা যায় ক্রনো ট্রিগারের আদলেই পুরো গেমটি তৈরি করা হয়েছে। প্রায় চার দশকের পুরনো গেমের সব কিছু আজকের গেমারদের কাছে ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক, সে জন্য অবশ্য ক্রনো ট্রিগারের জটিল গেমপ্লে ও কাহিনির অনেকটাই বাদ দেওয়া হয়েছে। এতে করে নতুন গেমারদের জন্য সি অব স্টারস সহজবোধ্য লাগলেও পুরনো ফ্যানদের কাছে কিছুটা পানসে লাগবে।গেমটিতে মূল চরিত্র দুটি।যেল এবং ভ্যালের,দুজনই অতি প্রাকৃতিক ক্ষমতা নিয়ে জন্মেছে। দুজনই গেমটি খেলার সময় কাজে লাগবে, তবে শুরুতেই কে হবে দলের নেতা সেটা বাছাই করে দেওয়া যাবে। গেমের কাহিনির শুরুতে জানা যাবে এক অজানা অত্যন্ত শক্তিশালী শত্রু, দ্য ফ্লেশম্যান্সার, গেমের দুনিয়াকে গ্রাস করার অপচেষ্টা করছে বহুকাল ধরেই। বেশ কিছু শক্তিশালী যোদ্ধা মিলে তাকে ঠেকিয়ে রেখেছে, কিন্তু পরাস্ত করার শক্তি তাদের নেই। যেল এবং ভ্যালের তাদের ক্ষমতার মাধ্যমে পারবে ফ্লেশম্যান্সারকে পরাস্ত করতে, দুনিয়াকে তার হাত থেকে রক্ষা করতে। তবে তার আগে যেল এবং ভ্যালেরের প্রয়োজন অনুশীলন এবং ফ্লেশম্যান্সারের বিরুদ্ধে লড়াই করার সঠিক উপায় খুঁজে বের করা।গেমের গ্রাফিকস পুরনো দিনের ১৬-বিটের মতো, তবে টুডি স্প্রাইট নয়, থ্রিডি মডেল ব্যবহার করেই তৈরি। খেলতে হবে আইসোমেট্রিক ভিউতে,তবে চলাফেরা কি-বোর্ড ব্যবহার করেই করতে হবে। গেমটিতে মাউসের ব্যবহারই নেই, পুরো নিয়ন্ত্রণই কি-বোর্ড বা কন্ট্রোলারভিত্তিক।

More News

মায়ানমারে গেম খেললেই বিদ্রোহীদের সাহায্য 

0
২০২১ সালের ফেব্রুয়ারিতে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গ্রেপ্তার হন,কো টুত-এর বন্ধু ও তার গর্ভবতী স্ত্রী।এই ঘটনার...

নিকি মিনাজ হয়ে খেলা যাবে কল অফ ডিউটি

0
জনপ্রিয় গেম কল অফ ডিউটি’র পঞ্চম সিজনে এই প্রথম সেলিব্রিটি মহিলা চরিত্র হিসেবে পপ তারকা নিকি মিনাজকে...

নতুন পোকেমন : ঘুমাতে যাওয়ার লোভ দেখাবে

0
যেসব ফ্যান মধ্যরাত পর্যন্ত পোকেমন গো গেমটি খেলেন, তাদের ঘুমে পাঠানোর জন্য নতুন এক স্লিপিং...