Wednesday, September 27, 2023
বীরভূমসাঁইথিয়া-কেশপুরে বোমার খোঁজে তল্লাশি  

সাঁইথিয়া-কেশপুরে বোমার খোঁজে তল্লাশি  

সাঁইথিয়ায় বহড়াগ্রামে বোমার খোঁজে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। অন্যদিকে কেশপুরের চরকা গ্রাম থেকে আবারও বোমা উদ্ধার হয়েছে।
এলাকা দখলের লড়াই ঘিরে উত্তপ্ত হয়েছিল সাঁইথিয়ার বহড়াগ্রাম। বোমায় গুরুতর জখম হয়েছিলেন ২ জন। এরপর থেকেই এলাকাছাড়া একাধিক পরিবার। বৃহস্পতিবার বহড়াগ্রামে বোমার খোঁজে গ্রামের রাস্তা, পুকুরপাড়ে, চাষের জমিতে তল্লাশি চালানো হয়। অন্যদিকে বোমাবাজিতে তৃণমূল কর্মীর হাত উড়ে যাওয়ার ঘটনায়  থমথমে কেশপুরের চরকা গ্রাম। বৃহস্পতিবার সকালে সেখানে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। অন্তত ২৫ টি বোমা উদ্ধার হয়েছে। সেগুলি নিষ্ক্রিয় করে পুলিশ ও বম্ব স্কোয়াড।

More News

ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু, হরিদেবপুরে বোমাতঙ্ক 

0
রবিবার ছুটির দিনে হরিদেবপুরে বোমাতঙ্ক। ব্য়ানার্জিপাড়ার বকুলতলা মোড়ে সকালে ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু দেখতে...

ফের বিস্ফোরণে কেঁপে উঠল দত্তপুকুর

0
দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের দত্তপুকুরের উলা পশ্চিমপাড়ায়...

আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ, উড়ল ছাদ

0
রঘুনাথগঞ্জের লক্ষীজোলায়  বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনায়  উড়ে গিয়েছে  ছাদ। এই ঘটনায়  একজনকে গ্রেফতার...