Thursday, November 30, 2023
Top Newsসংবিধানে উধাও সেকুলার-সোশালিস্ট, সরব অধীর 

সংবিধানে উধাও সেকুলার-সোশালিস্ট, সরব অধীর 

এবার সংবিধানের শব্দ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী জানিয়েছেন, সংবিধানের প্রস্তাবনা থেকে সেকুলার ও সোশালিস্ট শব্দ দুটি মুছে ফেলা হয়েছে।
সেই সংবিধানের কপিই তুলে দেওয়া হয়েছে সাংসদদের হাতে। তিনি যখন সংবিধান পড়ছিলেন তখন এই দুটো শব্দ খুঁজে পাননি। পরে নিজে থেকেই জুড়ে দিয়েছেন এই দুটি শব্দ। ১৯৭৬ সালে সংশোধন করে ওই শব্দগুলো সংবিধানে যোগ করা হয়েছিল। এই আচরণ থেকেই বোঝা যায়, বর্তমানে সংকটে পড়েছে সংবিধান। ইচ্ছাকৃতভাবে সংবিধান পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও জানিয়েছেন, সংবিধানের প্রস্তাবনা থেকে এই দুটি শব্দ সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন শুরুর আগে সাংসদদের বিশেষ উপহার দেওয়া হয়েছিল। সেখানেই ছিল এই সংবিধানের কপি। তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্রথম সংবিধানেও এই শব্দ দুটি ছিল না। তার কপিই দেওয়া হয়েছে সাংসদদের।

More News

গণনার আগে খুলল ব্যালট বাক্স, কমিশনে কংগ্রেস 

0
৩ ডিসেম্বর গণনার আগে মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগে উঠেছে। বলাঘাটে গণনার আগেই পোস্টাল ব্যালট খুলেছেন...

বিজেপির লক্ষ্য সম্পদ বৃদ্ধি করা : প্রিয়াঙ্কা 

0
বিজেপি ও বিআরএস-র লক্ষ্যই হল সম্পদ বৃদ্ধি করা। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার...

কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং

0
গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূল হয়ে কংগ্রেসে যোগ দিলেন পাহাড়ের নেতা বিনয় তামাঙ্গ। কালিম্পঙে অধীর...