Wednesday, May 31, 2023
বিনোদনবিলিয়নস ক্লাবে সেলেনা গোমেজ

বিলিয়নস ক্লাবে সেলেনা গোমেজ

সেলেনা গোমেজের, লুজ ইউ টু লাভ মি মিউজিক স্ট্রিমিং অ্যাপে বিলিয়নস ক্লাব প্লেলিস্টে প্রবেশ করেছে। এর তিন দিন আগে এই তালিকায় প্রবেশ করেছেন আরেক বিখ্যাত পপ স্টার ও সেলেনার প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবার। পপ টাইটান স্পটিফাই-এর বিলিয়নস ক্লাবের তালিকায় প্রবেশ করেছে সেলেনা গোমেজ।

মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে এমন গানের তালিকায় শেষ যোগ হলো সেলেনার গানটি। নিজের এই অনন্য কৃতিত্ব শেয়ার করে ফ্যান-ফলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গায়িকা।সম্মানিত বিলিয়নস ক্লাবের নতুন সদস্য হওয়ার বিষয়ে স্পটিফাই-এর ঘোষণার একটি স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ,কৃতজ্ঞতা। তিনি স্টোরিতে নিজের লুজ ইউ টু লাভ মি গানটিও যুক্ত করেছেন।এই সপ্তাহে সেলেনার জন্য এটি দ্বিতীয় চমক ছিল। তার গান ,কাম ডাউন বিলবোর্ড হট হান্ড্রেডে জায়গা করে নিয়েছে। গানটি এখন চতুর্থ স্থানে রয়েছে। এর আগে, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করেছিলেন। এর তিন দিন আগেই সেলেনার প্রাক্তন প্রেমিক ও তারকা পপ স্টার জাস্টিন বিবারের জাস্টিস অ্যালবামের ,ঘোস্ট গানটি বিলিয়নস ক্লাবে প্রবেশের কৃতিত্ব অর্জন করে। বিলিয়নস ক্লাব প্লেলিস্টের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে লাউড লাক্সারি এবং ব্র্যান্ডোর বডি, জিম ক্লাস হিরোস এবং অ্যাডাম লেভিনের স্টেরিও হার্টস, বিজারাপ এবং কোভেডোর ,কোভেডো: বিজেআরপি মিউজিক সেশনস, ভলিউম টু, দ্য উইকেন্ড এবং ড্যাফ্ট পাঙ্ক-এর স্টারবয়, হ্যারি স্টাইলের অ্যাজ ইট ওয়াজ-সহ আরো অনেক জনপ্রিয় গান।

More News

সেলেনা গোমেজ বিয়ের সাজে

0
সোশ্যাল মিডিয়ায় সেলেনা গোমেজের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের সাজে দেখা গেছে সেলেনা গোমেজকে। এই মার্কিন পপ তারকার ছবিগুলোকে ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।  ফ্যান -ফলোয়ারদের প্রশ্ন, তবে কি বিয়ে হয়ে গেছে সেলেনা গোমেজের ভাইরাল হওয়া ছবিগুলোতে সেলেনা গোমেজের...

সারাজীবন ঋণী, রাইসার প্রতি সেলেনা

0
নিজের সবচেয়ে কাছের বন্ধু ফ্রান্সিয়া রাইসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পপতারকা সেলেনা গোমেজ।  সেই সঙ্গে...

জাস্টিনের সাক্ষাৎকারে হেইলি

0
প্রথমবারের মতো স্ত্রী হেইলি বিবারের সাক্ষাৎকার নিয়েছেন আইকনিক পপতারকা জাস্টিন বিবার। সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক...