সোশ্যাল মিডিয়ায় সেলেনা গোমেজের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের সাজে দেখা গেছে সেলেনা গোমেজকে। এই মার্কিন পপ তারকার ছবিগুলোকে ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
ফ্যান -ফলোয়ারদের প্রশ্ন, তবে কি বিয়ে হয়ে গেছে সেলেনা গোমেজের ভাইরাল হওয়া ছবিগুলোতে সেলেনা গোমেজের পরনের সাদা লেস গাউন নজর কেড়েছে সবার। সঙ্গে ফ্লোরাল ওড়না। ঠোঁটে লাল লিপস্টিক।সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের সাজে আরো কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে অভিনেত্রীকে সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্টের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ক্যাপশন নেই। সাধারণ কর্মমুখর একটি দিন। ট্যাগ করেছেন ,হুলু এবং ওনলি মার্ডারস।জানা গেছে, ছবিগুলো সেলেনা গোমেজের,ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং ওয়েব সিরিজের শুটিংয়ের ছবি। ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের শুটিংয়ের দৃশ্য এগুলো।শুটিংয়ের ছবি হলেও ফ্যানরা বিয়ের সাজে সেলেনাকে দেখে মুগ্ধ। এক ফ্যান মন্তব্য করেছেন, যে সেলেনাকে বিয়ে করবেন,তিনি হবেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান, আরেকজন লিখেছেন, সত্যিকারের বিয়ের সাজে দেখতে চান।