Monday, September 25, 2023
খেলাপিএসজি ছাড়ার ঘোষণা রামোসের

পিএসজি ছাড়ার ঘোষণা রামোসের

এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের ট্রফি জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি।  তাই ক্লারমঁত ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার।তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও রামোসের শেষ ম্যাচ।দু’দিন আগে মেসি সম্পর্কে গালতিয়ের বলেছিলেন, ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে। ক্লারমঁত ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আশাবাদী, মেসিউষ্ণ অভ্যর্থনাই পাবে।গালতিয়েরের এই বক্তব্যের পর মেসিকে নিয়ে উল্টো কথা বলেছে পিএসজি।গালতিয়েরের ঘোষণার কয়েক ঘণ্টা পর পিএসজির এক মুখমাত্র জানিয়েছেন, গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন না। বরং পিএসজির হয়ে মেসি সিজনের শেষ ম্যাচটা খেলবেন। পিএসজিতে এটি মেসির শেষ ম্যাচ কিনা সেটি নিয়ে বিতর্ক থাকলেও, রামোস এই ম্যাচ শেষেই পিএসজি ছাড়ছেন সেটি নিশ্চিতই।নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রামোস দিয়েছেন পিএসজি ছাড়ার ঘোষণা। রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে পিএসজিও। রামোস লিখেছেন, শনিবার দিনটি তাঁর জন্য বিশেষ। জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাবেন।

More News

সৌদি আরব কেন ফুটবলে এত অর্থ ঢালছে?

0
ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের সময় ফুটবলারদের নিয়ে প্রতিবছরই ক্লাবগুলোর মধ্যেই কাড়াকাড়ি লেগে যায়, পছন্দের ফুটবলারকে হয়তো...

অপ্রতিরোধ্য ম্যান সিটির টানা জয়

0
পেপ গার্দিওলার দলকে থামানোর যেন কেউ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে আসরের বর্তমান...

গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ : মমতা 

0
গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ। বার্সেলোনায় বাণিজ্যিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বার্সেলোনায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লগ্নিবান্ধব...