৫ দশমিক ৬ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। যার প্রভাব পড়েছে রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তানের বাঘলান থেকে প্রায় ১৬৪ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
অন্যদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসসোলজির তথ্য অনুয়ায়ী কম্পন মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে ভূমিকম্পে হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে বুধবার সকালেই তাজিকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি পথক ভূমিকম্প হয়েছে।
গত ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে এটি তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। আফগানিস্তান, কিরঘিস্তানেও এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। অন্যদিকে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।