!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskকরিনা, আলিয়াদের সরিয়ে সুহানা

    করিনা, আলিয়াদের সরিয়ে সুহানা

    Published on

    সাম্প্রতিক খবর

    শাহরুখকন্যা সুহানা খান বলিউডে পা দিয়েই একের পর এক চমক দিচ্ছেন। বিগবাজেটের ছবিতে সইয়ের পাশাপাশি এবার সাবান প্রস্তুত সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সুহানা। বহুবছর ধরে যে ব্র্য়ান্ড বলিউড ডিভাদের নতুন পরিচয় দিয়েছে।

    সেই লাক্সের এবার নতুন মুখ হলেন সুহানা। জানা গিয়েছে, সাবান প্রস্তুত সংস্থার নতুন বিজ্ঞাপনের শুট শুরু করছেন শাহরুখকন্যা। তবে সুহানাই নয়, এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল সাবান প্রস্তুত সংস্থার বিজ্ঞাপনে।অন্যদিকে পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই দ্য আর্চিস ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার।তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি।উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল।তবে সেসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গিয়েছে, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে ফ্যান ফলোয়ারদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।এখন প্রশ্ন হলো,কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে।গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে হ্যান্ডলার-এর চরিত্রে দেখা যেতে পারে।যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

    Your ad here

    আরো খবর