কাশ্মীরের জন্য জিরো টেরর প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এরিয়া ডমিনেশন এবং জিরো টেরর প্ল্যানের মাধ্যমে জম্মু-কাশ্মীরে নিরপত্তা সুনিশ্চিত করতে হবে।
সমস্ত নিরাপত্তারক্ষা সংস্থাগুলোকে এক মিশন ভেবে কাজ করতে হবে যেন দ্রুত সমস্যার মোকাবিলা করা যায়। প্রত্যেক সংস্থার কাজের মধ্যে যেন সামঞ্জস্য থাকে। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে রবিবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে অজিত ডোভাল ছাড়াও উপস্থিত ছিলেন, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা সহ সেনাকর্তারাও। ৬ ঘন্টা ধরে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তাঁরা। আগামী ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হবে। পুণ্যার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কোনওভাবেই যাতে তীর্থযাত্রীদের কোনওরকম সমস্যায় না পড়তে হয়, নিরাপত্তা আধিকারিকদের সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।