Tuesday, September 27, 2022
বিনোদনরক্তাক্ত অবস্থায় শাহরুখের ভিডিও ফাঁস

রক্তাক্ত অবস্থায় শাহরুখের ভিডিও ফাঁস

রক্তাক্ত অবস্থায় হাঁটু গেড়ে বসে রয়েছেন শাহরুখ খান, ফাঁস হয়ে গেল ব্রহ্মাস্ত্র ছবিতে শাহরুখের ফার্স্ট লুক। মাস কয়েক আগেই শোনা গিয়েছিল ব্রহ্মাস্ত্র ছবিতে বনরাস্ত্র চরিত্রে দেখা যাবে কিং খানকে।

এবার ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে শাহরুখের এই বনরাস্ত্র লুক। দেখা গিয়েছে, চারিদিকে সোনালী আলোর ছটা। তারই মাঝে নিজের স্পেশ্যাল সিগনেচার পোজে হাওয়ায় ভাসছেন বলিউডের বাদশা। অন্যতম ভিএফএক্স-র ঝলকে চোখ ধাঁধিয়ে গিয়েছে দর্শকদের। এমনিতেই অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র নিয়ে হইচই-র শেষ নেই। এরপর আবার শাহরুখকে এমন অন্যরকম ভাবে দেখে রীতিমত উচ্ছসিত ফ্যানেরা। অপেক্ষা ৯ সেপ্টেম্বরের। হিন্দি সহ তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা।

More News

ঐশ্বর্যের টেকের আগে আরাধ্যার অ্যাকশন

0
মা ঐশ্বর্যের শুটিং শুরুর আগে অ্যাকশন বলেছিল আরাধ্যা। এমনটাই জানিয়েছেন ঐশ্বর্য রাই নিজেই। সম্প্রতি, পোন্নিয়িন সেলভান-র...

আমির কন্যা ইরা-র বাগদান

0
শ্বশুর আমির খান ফিল্মি মানুষ, তাই মেয়ে ইরাকে ফিল্মি আদলেই বিয়ের প্রস্তাব দিয়েছেন নূপুর শিখরে।...

চুপ-র স্পেশ্যাল স্ক্রিনিং

0
দর্শকদের নিয়ে চুপ-র প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হল মুম্বইতে। ফিল্ম ক্রিটিক বা ইন্ডাস্ট্রির মহারথীদের আগে সারা...