পাঠান সিনেমা মুক্তির আগে গণমাধ্যমকে রীতিমতো এড়িয়ে গেছেন শাহরুখ খান। তবে পাঠানের সাফল্য নিয়ে মিডিয়ায় কথা বলতে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে।
ছিলেন সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামও।এই সময় ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।দীপিকার সাথে রসায়ন নিয়ে শাহরুখ বলেছেন,সবাই তাঁকে ও দীপিকাকে চেনেন।তাঁদের রোমান্স, চুুমু কিংবা জড়িয়ে ধরতে জাস্ট একটা বাহানা লাগে। তাই যদি তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়,তবে দীপিকার হাতে একটি চুমু খাবেন আর সেটাই হবে উত্তর। আর শাহরুখের সাথে রোমান্স নিয়ে দীপিকা বলেছেন,ভালো এটা অবশ্যই ইন্টারেস্টিং।রোমান্স তো পুরোপুরি পরিষ্কার কিন্তু, কাজ কঠিন।সম্পর্কের জন্য এটা আরও বিশেষ। ভালোবাসা ও বিশ্বাস শেয়ার করে নেন। শাহরুখ খান, দীপিকাকে শিল্পী হিসেবে খুব শ্রদ্ধা করেন,এমনকি মানুষ হিসেবেও।