তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জনের ডাক শমীকের

0
25
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জনের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক থেকে বিজেপির নতুন রাজ্য সভাপতি বলেছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন নয়, একটা প্রজন্মকে বাঁচাতে তৃণমূলকে বিসর্জন দিতে হবে।

তিনি আরও বলেছেন যাঁরা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন, তাঁদেরকে মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াইয়ের আহ্বান করেছেন। শমীক ভট্টাচার্য কার্যত ঘুরিয়ে বিরোধীদের একজোট হতে বলেছেন। তাঁর কথায় ভোট না কেটে তৃণমূলের বিসর্জন দিন। তাহলেই আগামী প্রজন্ম বাঁচবে। এদিকে দলীয় কার্যালয় মুরলি ধর সেন লেনে যেখানে সাংবাদিক সম্মেলন হয়, সেই ঘরের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি লাগাতে নারাজ শমীক ভট্টাচার্য। বদলে টাঙানো হয়েছে দলীয় প্রতীক পদ্ম-র বড়সড় ফ্লেক্স।

আগে রাজ্য বিজেপির তরফে কোনও সাংবাদিক সম্মেলন হলে ব্যাকগ্রাউন্ডে রাজ্য বিজেপির সভাপতির ছবি দেওয়া ফেক্স থাকত। এবার সেই রীতি ভেঙেছেন শমীক ভট্টাচার্য।