রবিবারের মধ্যেই মহারাষ্ট্রের নতুন সরকার গঠন হতে চলেছে। সেক্ষেত্রে নতুন মহারাষ্ট্রের সরকারে বিজেপির ২৮ জন এবং একনাথ শিন্ডের ১২ জন মন্ত্রী হবেন।
পাশাপাশি একনাথ শিবিরের নতুন দেওয়া হবে শিবসেনা বালাসাহেব ঠাকরে। উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটলে, নতুন সরকারে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের কী ভূমিকা থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।এরমধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেছেন দেবেন্দ্র ফড়নবীশ।এদিকে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।বুধবারও মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠক হবে। এই পরিস্থিতিতে একনাথ শিন্ডে জানিয়েছেন, তাঁরাই প্রকৃত শিবসেনা। তাঁর সঙ্গে ৫০ জন বিধায়ক স্বেচ্ছায় রয়েছেন। পরবর্তী পদক্ষেপের কথা দ্রুত জানান হবে। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।তবে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছেন, মহারাষ্ট্র সরকারে তাঁরা বিরোধী হিসেবে বসতে রাজি। তবে মহারাষ্ট্রের সরকারের ভবিষ্যতে কী হবে তা ৫০ জন বিদ্রোহী বিধায়ককেই ঠিক করতে হবে।