২০২৪-র নির্বাচনের আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বৈঠককে ঘিরে জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ মুখ্যমন্ত্রীর বাংলো বর্ষায় গিয়ে বিজেপি-শিবসেনা জোটের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন এনসিপি সুপ্রিমো।
জানা গিয়েছে, প্রায় আধঘন্টা ধরে বৈঠক করেছেন তাঁরা। তবে বৈঠকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং শরদ পাওয়ারের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মহারাষ্ট্রের সম্প্রতি একাধিক ঘটনা নিয়ে আলোচনা হয়েছে দুই জনের মধ্যে।মহাবিকাশ আঘাড়ি জোটের থেকে শিবসেনা-বিজেপি জোটের মাহারাত্রের ক্ষমতা দখলের পর, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে এটিই ছিল এনসিপি নেতার প্রথম সাক্ষাৎ। অন্যদিকে, এই মুহূর্তে বিদেশে রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি-র জোট সঙ্গী উদ্ধব ঠাকরে। আর তাঁর অনুপস্থিতিতে আগামী বছরের লোকসভা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে।