পাকিস্তানে ইংল্যান্ড ক্রিকেট টিমের হোটেলের বাইরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেন স্টোকসরা অনুশীলনের জন্য বেরনোর কিছুক্ষণ আগেই গুলি চালনার ঘটনা ঘটে।
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার জন্য মুলতানে রয়েছে ইংল্যান্ডের ক্রিকেট দল। বেন স্টোকসদের সঙ্গে একই হোটেলে রয়েছেন বাবর আজমরাও।ফলে হোটেল ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তারমধ্যেই ক্রিকেটারদের হোটেলের এক কিলোমিটার দূরে চলে গুলি। ঘটনার কিছুক্ষণ পরেই ইংল্যান্ডের ক্রিকেটারদের অনুশীলনে যাওয়ার কথা ছিল। তবে এই ঘটনার জন্য বেন স্টোকসদের অনুশীলন ব্যাহত হয়নি। তাঁরা নির্দিষ্ট সময় স্টেডিয়ামে পৌঁছে যান অনুশীলনের জন্য। জানা গিয়েছে, স্থানীয় দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই হয়েছে। ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট।