আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, চার্চ-স্কুল-মিউজিক কনসার্টের পর এবার ট্রেনে শ্যুটআউট। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
জখম আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। ফেরার বন্দুকবাজ। সম্প্রতি আমেরিকাজুড়ে একের পর এক শুটআউটের ঘটনা ঘটছে। বন্দুকবাজের গুলিতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল সান ফ্রান্সিসকোর মিউনি ট্রেনে হামলা চালায় বন্দুকবাজ। সকালে ট্রেনটি ছেড়েছিল মিউনি ফরেস্ট হিল স্টেশন থেকে। গন্তব্য ছিল কাস্ট্রো। গন্তব্যে পৌঁছনোর পর পুলিশ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেখা যায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর চোট পেলেও প্রাণহানির আশঙ্কা নেই। কাস্ট্রো স্টেশনে নেমে গাঢাকা দিয়েছে হামলাকারী। তার নাম, পরিচয় এখনও অজানা বলছে সান ফ্রান্সিসকোর পুলিশ।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যক্তি এবং বন্দুকবাজ একে অপরের পূর্ব পরিচিত। দুজনের মধ্যে আগে থেকেই সমস্যা চলছিল। সেই সূত্র ধরেই ট্রেনে উঠে গুলি চালায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলার নিন্দা করে দেশের আগ্নেয়াস্ত্র আইনের পরিবর্তন আনার দাবি জানিয়েছেন সান ফ্রান্সিসকোর সেনেটর স্কট উয়েনার।