Wednesday, August 17, 2022
বিনোদনআমিরের সাপোর্টে শিখ কমিউনিটি

আমিরের সাপোর্টে শিখ কমিউনিটি

হাজারো বিতর্কের মাঝে লাল সিং চাড্ডায় শিখ কমিউনিটির আপ্রুভ্যাল পেয়েছেন আমির খান। সম্প্রতি, পাঞ্জাবের জলন্ধরে ছবির এসজিপিসির সদস্যদের নিয়ে ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল টিম লাল সিং চাড্ডা।
সেখানে ছবির ঝলক দেখে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি অর্থাৎ এসজিপিসির প্রাক্তন সভানেত্রী জাগির কৌর জানিয়েছেন, অভিযোগ করার মতো কিছুই নেই এই ছবিতে। শুধু কিছু ছোটখাটো খুঁত রয়ে গিয়েছে, যা নিয়ে কথা বলা হবে নির্মাতাদের সঙ্গে। প্রসঙ্গত, লাল সিং চাড্ডা পাঞ্জাবের প্রেক্ষাপটেই গড়ে উঠেছে। আর আমির নিজে একজন শিখ-র ভূমিকায় অভিনয় করেছেন। তাই স্বাভাবিকই,লাল সিং চাড্ডা নিয়ে হাজারো কন্ট্রোভার্সির মাঝে শিখ সম্প্রদায়ের সাপোর্ট পেয়ে ছবি নিয়ে একটু আলোর মুখ দেখেছেন আমির খান। আর ১১ই অগস্ট মুক্তি পাচ্ছে করিনা কাপুর খান এবং আমির খান অভিনীত লাল সিং চাড্ডা।

More News

ইংল্যান্ডে আমির খানের মুভি বয়কট

0
হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প-এর বলিউড রিমেক, লাল সিং চাড্ডা নিয়ে চলছে তুমুল হট্টগোল। দর্শকদের...

হঠাৎ শাহরুখের বাড়িতে আমির

0
ছবি প্রচার কীভাবে করতে হয়, তা একেবারে রপ্ত করে ফেলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।...

ফ্লপ লাল সিং চাড্ডা 

0
চার বছর পর আমির খানের ছবি, মাত্র ১ রেটিং পেয়ে মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। ১৬৪...