প্রবল তুষারপাতের সঙ্গে ধসে সপ্তাহের শুরুতেই বিপর্যস্ত পূর্ব সিকিমের ডিকচু জ্যাং। যার জেরে গ্যাংটক থেকে মঙ্গা রোড পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
গাড়ি চলাচল করতে না পারায় বহু পর্যটক আটকে পড়েছেন। সিকিম ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। ধস ও তুষারপাতের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমের একাধিক পর্যটককেন্দ্র। পূর্ব সিকিমের ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এলাকায় সম্পূর্ণরূপে বরফে ঢাকা পড়ে গিয়েছে। পর্যটকদের কোনওভাবেই আর ঝুঁকি নিয়ে সেদিকে যেতে দেওয়া হচ্ছে না। ১৫ মাইল পর্যন্তই মিলছে যাতায়াত করার পারমিট। বাকি রাস্তা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পূর্ব সিকিমের সোকপেয় ডিকচু-রকডং রোডের উপরে আচমকাই বড় বড় পাথর গড়িয়ে পড়তে থাকে। বেশি গাড়ি চলাচল না করায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই মুহূর্তে সিকিমে বেড়াতে গিয়ে কার্যত হোটেলেই আটকে থাকতে হচ্ছে পর্যটকদের। রাস্তায় জমে থাকা বরফের জেরে গাড়ি মাঝপথেই আটকে যাচ্ছে।ফলে গাড়ি চালকরা পর্যটকদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি নিতে নারাজ।