Wednesday, May 31, 2023
জাতীয় সংবাদ২০২৬ সালে দেশে বুলেট ট্রেন পরিষেবা : বৈষ্ণব

২০২৬ সালে দেশে বুলেট ট্রেন পরিষেবা : বৈষ্ণব

২০২৬ সালে দেশে বুলেট ট্রেন পরিষেবা শুরু হয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি টেলিভিশন সাক্ষাৎকারে রেলমন্ত্রী বলেছেন, দেশের প্রথম বুলেট ট্রেনটি গুজরাটের আমদাবাদ থেকে মুম্বই পর্যন্ত যাবে।

এই পথে বুলেট ট্রেন চালানোর জন্য চলতি বছরের শেষেই আগ্রহী সংস্থাগুলির কাছে দরপত্র আহ্বান করবে রেলমন্ত্রক। ইতিমধ্যে আমদাবাদ থেকে মুম্বই পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। যাত্রাপথে পড়া ৮টি নদীর উপর সেতু নির্মাণের কাজও শেষ হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের দিকে ১৩টি স্টেশনে পরিকাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, ২০২৩ সালের শেষ দিকেই বন্দে ভারতে স্লিপার কোচ আনা হবে। ফলে যাত্রীরা আরও আরামদায়ক ভাবে সফর করতে পারবেন।

More News

সোমে উত্তর-পূর্বের বন্দে ভারতের উদ্বোধন 

0
সোমবার গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটি স্টেশনের উদ্বোধনী...

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রেলমন্ত্রীর

0
আগে শুধু শিলান্যাস আর উদ্বোধন হত। তারপরে প্রকল্পের কী হল, তার কোনও পরোয়া করতেন না। নাম...

শীঘ্রই মোবাইলের দুনিয়ায় বিশ্বনেতা হবে ভারত – বৈষ্ণব 

0
মোবাইল দুনিয়ায় নেতা হওয়ার ক্ষেত্রে এগিয়ে চলেছে ভারত। ভারতের স্মার্টফোন রফতানি সম্প্রতি দ্বিগুণ হওয়ার কথা...