২০২৬ সালে দেশে বুলেট ট্রেন পরিষেবা শুরু হয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি টেলিভিশন সাক্ষাৎকারে রেলমন্ত্রী বলেছেন, দেশের প্রথম বুলেট ট্রেনটি গুজরাটের আমদাবাদ থেকে মুম্বই পর্যন্ত যাবে।
এই পথে বুলেট ট্রেন চালানোর জন্য চলতি বছরের শেষেই আগ্রহী সংস্থাগুলির কাছে দরপত্র আহ্বান করবে রেলমন্ত্রক। ইতিমধ্যে আমদাবাদ থেকে মুম্বই পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। যাত্রাপথে পড়া ৮টি নদীর উপর সেতু নির্মাণের কাজও শেষ হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের দিকে ১৩টি স্টেশনে পরিকাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, ২০২৩ সালের শেষ দিকেই বন্দে ভারতে স্লিপার কোচ আনা হবে। ফলে যাত্রীরা আরও আরামদায়ক ভাবে সফর করতে পারবেন।