গরমের মধ্যে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, তাঁর ডিহাইড্রেশন হয়েছে। একই সঙ্গে জ্বরে কাবু অভিনতা।
পরিস্থিতি গুরুতর হতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে। এখন কেমন আছেন অভিনেতা? সোহমের টিমের তরফে জানানো হয়েছে নায়ক অভিনেতা এখন অনেকটাই ভাল আছেন। তবে শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।সেইসঙ্গে অভিনেতাকে চিকিৎসকেরা আপাতত ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার পরেও তাঁকে দিন কয়েক বিশ্রামে থাকতে হবে।এদিকে গরমের দাপটে সাধারণ মানুষদের পাশাপাশি রাজনীতিকদেরও অবস্থা সঙ্গিন।এ বার প্রখর তাপপ্রবাহের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।উল্লেখ্য গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। অন্যদিকে,রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন ফ্যান ফলোয়াররা। বেশ কিছু দিন আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে শাস্ত্রী ছবির শুটিং শেষ করেছেন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী পরীমণির সঙ্গে জুটি বেঁধে ফেলু বক্সী ছবির শুটিংও করেছেন তিনি। তার পরেই বিধায়ক সোহম ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্বাচনী প্রচারে।