Tuesday, June 25, 2024
জাতীয় সংবাদছত্তিশগড়ে ভোট চলাকালীন আত্মঘাতী জওয়ান 

ছত্তিশগড়ে ভোট চলাকালীন আত্মঘাতী জওয়ান 

ছত্তিশগড়ে নির্বাচন চলাকালীন নিজেরই সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এক জওয়ান। মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে এবার কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তার জন্য প্রতিবেশী রাজ্যগুলি থেকেও সেখানে আনা হয়েছে আধাসেনা। মহাসমুন্দ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মধ্যপ্রদেশের রাজপুরের বাসিন্দা জিয়ালাল পওয়ারস নামে এক জওয়ান। আধাসেনা জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় এক প্রাথমিক স্কুলে।শুক্রবার কোনও ডিউটি দেওয়া হয়নি তাঁকে। রিজার্ভ হিসেবে ছিলেন তিনি। অভিযোগ, এদিন সকাল ৯.৩০ নাগাদ স্কুলের মধ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন জিয়ালাল পওয়ারস। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রথমে এই ঘটনাকে মাওবাদী হামলা বলে সন্দেহ করেন স্থানীয়রা। যদিও পরে জানা যায় আত্মহত্যা করেছেন ওই জওয়ান।পুলিশ সূত্রে খবর, স্পেশাল আর্মড ফোর্সের ৩৪ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন জিয়ালাল পওয়ারস। কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ওই জওয়ানের রাইফেল উদ্ধার হয়েছে।

More News

ছত্তীসগঢ়ে ট্রাক – গাড়ির সংঘর্ষে মৃত ৮

0
ছত্তীসগঢ়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পণ্যবাহী ট্রাকের সঙ্গে গাড়ির সঙ্গে সংঘর্ষে শিশু - সহ...

ছত্তীসগঢ়ে বিজেপি নেতাকে কুপিয়ে খুন

0
ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে বিজেপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। গত...