Monday, September 25, 2023
বিনোদনসোনু সুদের নতুন উদ্যোগ

সোনু সুদের নতুন উদ্যোগ

সোনু সুদ, বলিউডের জনপ্রিয় অভিনেতা। কাজ করেন দক্ষিণী বিনোদন জগতেও।তবে, অভিনয়ের থেকেও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেশি পরিচিতি তার। এজন্য তাকে মানবিক সোনু সুদও বলা হয়।

করোনা মহামারীর সময় থেকেই সমাজকল্যাণমূলক কাজের দিকে মন দেন অভিনেতা।পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের লেখাপড়ার খরচের ব্যবস্থা করা,নিজের দায়িত্বে সবই করেছেন সোনু সুদ। তার অবদানের কথা মনে করে বিহারে তার নামে একটি বিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়। বিহারের কাটিহারে অনাথ বাচ্চাদের জন্য একটি বিদ্যালয় তৈরি করেন এক ইঞ্জিনিয়ার। সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন সোনু। খবর, ওই স্কুলেরই আরও একটি বিল্ডিং তৈরির জন্য খরচ দিতে চলেছেন বলিউড অভিনেতা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ২৭ বছর বয়সি ওই প্রকৌশলী বীরেন্দ্র কুমার মাহাতোর সঙ্গে দেখা করেন সোনু সুদ। নিজের চাকরি ছেড়ে ১১০ জন অনাথ বাচ্চার লেখাপড়ার স্বার্থে ওই স্কুল চালু করেছিলেন বীরেন্দ্র। সোনুর নামেই ওই স্কুলের নামকরণ করেন বীরেন্দ্র।বীরেন্দ্রর সঙ্গে সময় কাটিয়ে স্কুলের প্রয়োজন সম্পর্কে জানেন সোনু।বীরেন্দ্রর সঙ্গে কথা বলে স্কুলের আরও একটি বিল্ডিং তৈরির কাজ শুরু করার সিদ্ধান্ত নেন অভিনেতা সোনু সুদ। ওই ১১০ জন বাচ্চার খাওয়ার খরচের দায়িত্বও নিজের কাঁধে নিয়ে নেন সোনু। তার মতে, দারিদ্র ঘোচানোর অন্যতম উপায় শিক্ষার প্রসার। আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের শিক্ষার সুযোগ দিতে চান, যাতে পরবর্তীকালে ওরা ভাল চাকরির সুযোগ পায়।শুধু প্রাথমিক শিক্ষাই নয়, উচ্চ শিক্ষা নিয়েও ভাবনাচিন্তা রয়েছে অভিনেতার।এই মুহূর্তে গোটা দেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করছেন সোনু।

More News

মোদীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ শাহরুখের 

0
জন্মদিনে প্রধানমন্ত্রীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ দিয়েছেন শাহরুখ খান। ৭৩ তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

সেলেনা গোমেজকে বিয়ে করতে সোনুর সাহায্য

0
বিশ্বখ্যাত পপতারকা সেলেনা গোমেজকে বিয়ে করতে বলিউড অভিনেতা সোনু সুদের কাছে সাহায্য চেয়েছেন এক যুবক।...

বর্ধমানে সোনু সুদ, সময় কাটালেন বৃদ্ধাশ্রমেও

0
সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ধমানে বৃদ্ধাশ্রমে সময় কাটিয়েছেন অভিনেতা সোনু সুদ। গত কয়েকদিন ধরেই বর্ধমানের...