Wednesday, February 21, 2024
Top Newsস্কুইড গেমের দ্বিতীয় সিজন

স্কুইড গেমের দ্বিতীয় সিজন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফ্যানদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম-এর দ্বিতীয় সিজনের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।

নেটফ্লিক্স তাদের অন্যতম ব্যবসাসফল ড্রামা সিরিজ স্কুইড গেম-এর দ্বিতীয় সিজনের ফার্স্ট লুক ছবি শেয়ার করেছে।দ্বিতীয় সিজন থেকে কিছু ছবি শেয়ার করে নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে ২০২৪ সালে।অর্থাৎ এ বছরই দর্শকদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। ছবির সঙ্গে ১৭ সেকেন্ডের একটি টিজার ভিডিও শেয়ার করা হয়েছে নেটফ্লিক্স থেকে। যা দেখে অনুমান করা যাচ্ছে, প্রথম সিজনের শেষভাগ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় সিজন।উল্লেখ্য ২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর স্কুইড গেম বিশ্বেজুড়ে ব্যাপক ঝড় তুলেছিল।জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। এই সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার।অপরদিকে হারলে মৃত্যু।এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।শেষ পর্যন্ত একজন বিজয়ী হয়। তবে বিজয়ী হলেও এই আত্মঘাতী খেলার বিপক্ষে চলে যায় সে।এই মরণঘাতী খেলা বন্ধে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই খেলা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনবে।সে একাই যুদ্ধ ঘোষণা করে সেই অন্ধকার জগতের সঙ্গে যারা এই খেলা পরিচালনা করে।সিরিজটির দ্বিতীয় সিজন নির্মিত হচ্ছে এর পরবর্তী গল্প নিয়েই।সিরিজটিতে গং ইওও একটি ক্যামিও চরিত্রে রয়েছেন।দর্শকরা প্রত্যাশা করছেন যে দ্বিতীয় সিজনে তাকে পূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে এবং লি জং-জে-এর মুখোমুখি হবেন গং ইওও।

More News