Tuesday, September 27, 2022
বিনোদনমালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী

শুটিং-র ব্যস্ততা নেই, এবার মালদ্বীপে পাড়ি দিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। জানা গিয়েছে, বয়ফ্রেন্ড অভিরূপের সাথে জমিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি।

এই মুহূর্তে মালদ্বীপের একটি বিলাসবহুল রিসর্টে রয়েছে শ্রাবন্তী। মেডহুফারু আইসল্যান্ডে অবস্থিত এই রিসর্টটি। সেখান থেকেই সুইমস্যুটে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন নায়িকা। দেখা গিয়েছে, শ্রাবন্তীর পড়নে রয়েছে ফিনফিনে রঙিন পোশাক। আর চোখে সানগ্লাস। একেবারে হট এন্ড সিম্পল বললেই চলে। যা দেখে রীতিমত মন মজেছে ফ্যানেদের। কেউ লিখেছেন, গর্জিয়াস ফরএভার। এইতো কিছুদিন আগেই প্রায় ৬৬ লক্ষ টাকার গাড়ি কিনেছেন শ্রাবন্তী। নতুন গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলে সমালোচনার মুখেও পড়েছিলেন। অবশ্য বরাবরের মতোই সেসবে কান দেননি অভিনেত্রী। দামি গাড়ির পর এবার মালদ্বীপ, বোঝাই যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জির বৃহস্পতি এখন তুঙ্গে। এমনও মন্তব্য করেছেন নেটিজেন।

More News

নাচের ভিডিও করায় তরুণীদের মার, সরব টলিউড  

0
ইউটিউবে নাচের ভিডিও আপলোড করার অপরাধে খড়দহে প্রহৃত দুই তরুণ‌ী, দেওয়া হল গরম রডের ছ্যাঁকা। ইউটিউবে...

দেবশ্রীকে মিস করেন প্রসেনজিৎ?

0
দীর্ঘ ২৭ বছর যোগাযোগ নেই, এবার প্রথম স্ত্রী দেবশ্রীর সঙ্গে সবটা মিটমাট করতে চান প্রসেনজিৎ...

টলিউডে ‘সুগার ড্যাডি কালচার’

0
সিনেমা ও টিভি নাটকে জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র ৷ দীর্ঘদিন ধরে টিভি সিরিয়ালে কাজ করছেন।...