Monday, September 25, 2023
Top Newsঅর্ডিন্যান্স বিতর্কে কেজরিওয়ালের পাশে স্ট্যালিন 

অর্ডিন্যান্স বিতর্কে কেজরিওয়ালের পাশে স্ট্যালিন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-নীতীশ কুমারের পর এবার কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকার বার্তা দিয়েছেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। বৃহস্পতিবার তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন আপ প্রধান।
বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ রাঘব চড্ডা, সঞ্জয় সিং। দীর্ঘ বৈঠকের পরে ডিএমকে প্রধান বলেছেন,  নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার লেফটেন্যান্ট গভর্নরকে ব্যবহার করে আপ সরকারকে চাপ দিচ্ছে। দিল্লিতে বিজেপি সরকার  অর্ডিন্যান্সে আনলে ডিএমকে তীব্র বিরোধিতা করবে। তাঁরা অন্যান্য নেতাদেরও আবেদন করবেন অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করার জন্য।অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নির্বাচিত সরকারের যদি সচিবদের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সরকার থাকার কোনও মানে নেই। এটি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে অর্ডিন্যান্স-সংঘাতে দিল্লির আপ সরকারের পাশে দাঁড়ানোর আর্জি জানাতে বিরোধী দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।ইতিমধ্যে এই বিষয়ে কথা বলতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর কাছে সময় চেয়েছেন আপ প্রধান।

More News

বিদেশের মাটিতে প্রথম বাংলার রাজ্য সঙ্গীত

0
দুবাইয়ের মাটিতে প্রবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা অনুষ্ঠানে প্রথম হয়েছে রাজা সঙ্গীত। রাজা দিবস ও...

নিউটাউনে শপিং মল লুলু গ্রুপের, বার্তা মমতাকে 

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউটাউনে বিশ্বমানের শপিং মল খোলার আশ্বাস দিয়েছে দুবাইয়ের বহুজাতিক সংস্থা লুলু গ্রুপ। রাজ্যে বিনিয়োগ টানতে...

দুবাই বন্দর পরিদর্শনে মমতার প্রতিনিধি দল

0
সংযুক্ত আরব আমিরশাহিতে মুখ্যমন্ত্রীর শিল্পবৈঠকের আগে দুবাই বন্দর পরিদর্শন করেছে পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল। জানা গিয়েছে,...