মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-নীতীশ কুমারের পর এবার কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকার বার্তা দিয়েছেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। বৃহস্পতিবার তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন আপ প্রধান।
বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ রাঘব চড্ডা, সঞ্জয় সিং। দীর্ঘ বৈঠকের পরে ডিএমকে প্রধান বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার লেফটেন্যান্ট গভর্নরকে ব্যবহার করে আপ সরকারকে চাপ দিচ্ছে। দিল্লিতে বিজেপি সরকার অর্ডিন্যান্সে আনলে ডিএমকে তীব্র বিরোধিতা করবে। তাঁরা অন্যান্য নেতাদেরও আবেদন করবেন অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করার জন্য।অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নির্বাচিত সরকারের যদি সচিবদের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সরকার থাকার কোনও মানে নেই। এটি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে অর্ডিন্যান্স-সংঘাতে দিল্লির আপ সরকারের পাশে দাঁড়ানোর আর্জি জানাতে বিরোধী দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।ইতিমধ্যে এই বিষয়ে কথা বলতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর কাছে সময় চেয়েছেন আপ প্রধান।