দিলীপ ঘোষের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিতে গিয়েছেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সুকান্ত মজুমদার।
দিল্লিতে নিজের দফতরে যাওয়ার আগে রাজ্য বি জে পি সভাপতি সোজা চলে যান দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে। বিজেপির নানা বৈঠকের জন্য এখন দিল্লিতেই রয়েছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার তাঁর বাড়িতে গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেন এবং তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তাঁর নতুন সফর শুরুর আগে।দিল্লির মাটিতে দিলীপ-সুকান্তের এই সাক্ষাতে রাজনীতির অলিন্দে শুরু হয়েছে গুঞ্জন। পরে সুকান্ত মজুমদার বলেছেন, দিলীপ ঘোষ একজন প্রবীণ নেতা। দিলীপ ঘোষের কাছ থেকে রাজনীতিতে অনেক কিছু শিখেছেন। মন্ত্রিত্বের দায়িত্ব নিতে যাওয়ার আগে তাঁর মনে হয়েছে ওঁর পা ছুঁয়ে একটা প্রণাম করা দরকার। তাই প্রণাম করে এসেছেন।উল্লেখ্য,২০১৯ সালের লোকসভা নির্বাচনেও সুকান্তকে বালুরঘাটের প্রার্থী করেছিলেন দিলীপ ঘোষই। সঙ্ঘ পরিবারের ছেলে, শিক্ষিত ইত্যাদি দেখে সুকান্তের প্রার্থিপদের সুপারিশ করেছিলেন তৎকালীন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি, ২০২১ সালে যখন দিলীপ ঘোষকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা প্রশ্ন করেছিলেন, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হিসাবে দিলীপ ঘোষ কাকে দেখতে চান, তখনও সুকান্তেরই নাম বলেছিলেন দিলীপ ঘোষ। অর্থাৎ সুকান্ত মজুমদারের রাজনৈতিক জীবনের যে প্রথম দু’টি সাফল্য, তার নেপথ্যে রয়েছেন দিলীপ ঘোষই।