Monday, September 25, 2023
Sportsওস্তাপেঙ্কোকে হারিয়ে স্টার্নসের চমক

ওস্তাপেঙ্কোকে হারিয়ে স্টার্নসের চমক

ফরাসি ওপেনে পেইটন স্টার্নসের স্বপ্নময় যাত্রা অব্যাহত রয়েছে। এখানে উইমেন্স সিঙ্গলসে ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

 

রোলাঁ গাঁরোয় নিজের অভিষেক আসরে লাটভিয়ার ১৭তম বাছাই ওস্তাপেঙ্কোকে ৬-৩, ১-৬, ৬-২ গেমে হারান স্টার্নস। ২১ বছর বয়সী খেলোয়াড় পেইটন স্টার্নস  প্রথমবার নিজের দেশের বাইরে কোনো গ্র্যান্ড স্ল্যামে খেলছেন। গত বছর ইউএস ওপেন দিয়ে মেজরে অভিষেক হয় তার। সেখানে তিনি বিদায় নেন প্রথম রাউন্ড থেকে।এই নিয়ে গ্র্যান্ড স্ল্যামে নিজের প্রথম দুটি জয়ই পেলেন তিনি প্যারিসে এসে। প্রথম রাউন্ডে হারিয়ে দেন দ্বৈত র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় চেক রিপাবলিকের কাতেরিনা সিনিয়াকোভাকে। মেন্স সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় স্তেফানোস সিৎসিপাস। স্পেনের রবের্তো কারবায়েস বায়েনাকে ৬-৩, ৭-৬ (৪), ৬-২ গেমে হারান গত অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ গ্রিক তারকা,স্তেফানোস সিৎসিপাস।

More News

ফরাসি ওপেনে বিদায় মেদভেদেভের

0
প্রথম সেট হারের পর টানা দু’ সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন দানিল মেদভেদেভ। কিন্তু শেষ...

ফরাসি ওপেনের আগে রিবাকিনার চোট

0
ফরাসি ওপেন শুরু হতে আর বাকি আছে এক মাসের একটু বেশি। এমন সময় চোট পেয়ে...